গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার মাছ বিক্রয় বন্ধ করলেন ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যন বদরুল আলম
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী কাল বুধবার গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার মাছ বিক্রয় বন্ধ করলেন ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যন বদরুল আলম বিটুল।
তিনি সাংবাদিকদের জানান, গোপালপুর বাজারে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকে মাছ কিনতে এসে ভীড় করে এবং মৎস ব্যবসায়ীদের অনেক বার বুঝানো সত্যেও তারা সরকারী নিয়ম মানেনা ।
তাই আমি এদের আগামী কাল থেকে ৭দিন মাছ বিক্রয় করতে নিষেধ করেছি। বাজারের মৎস ব্যবসায়ীরা সকলে আমার সাথে এমত হয়ে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এগিয়ে এসেছে।
তিনি আরো জানান, ৪টার সময় এবাজারে আর্মিসহ সহককারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টূ বিশ্বাস এসে আমাকে দায়িত্ব দিয়েছেন তাই আমি এব্যবস্থা নিয়েছি।