মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহাবুবু-উল আলম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সোমবার বিকেলে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির ইমদাদুল হক, ইউনিয়ন সেক্রেটারি পারভেজ হোসেন, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তাসিরুল ইসলাম, এবং কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগের সময় নেতারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে স্থানীয় সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। এ সময় তারা সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।