মেহেরপুর নিউজ :
আসন্ন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরসুদেব নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলী মাস্টার ঢাকা থেকে মেহেরপুর এসে পৌঁছালে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার রাতে ইদ্রিস আলী মাস্টার ঢাকা থেকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় এসে পৌঁছালে কয়েকশো আওয়ামী লীগের নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে তাকে তার নিজ গ্রাম উজলপুরে নেওয়া হয়।
উজলপুর গ্রামে পৌঁছালে সেখানে গ্রামের সাধারণ মানুষ তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে ইদ্রিস আলী মাস্টার বলেন আমাকে যে নৌকাটি দেওয়া হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নৌকার মনোনয়ন।
প্রধানমন্ত্রীর এই স্বাক্ষরের মর্যাদা আপনাদেরকে রাখতে হবে। তিনি বলেন সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, শাহারুল ইসলাম, তোজাম্মেল হক, আনোয়ারুল ইসলাম, জুয়েল রানা, মফিজুল ইসলাম, আনারুল ইসলাম, সানোয়ার হোসেন, মিন্টু, গোলাম হোসেন প্রমূখ।