মেহেরপুর নিউজ:
চুয়াডাঙ্গা কুলপালার সড়ক দুর্ঘটনায় নিহত ২ খাদ্য কর্মকর্তা নজরুল ইসলাম এবং গোভীপুর গ্রামে সাইদুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামের কবর স্থানে নিহত নজরুল ইসলাম এবং গোভীপুর গ্রামে সাইদুর রহমানকে গোভীপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
দুই কর্মকর্তা জানাজা ও দাফন অনুষ্ঠানে শত শত মানুষ অংশগ্রহণ করেন। আগের দিন সন্ধ্যার দিকে নজরুল ইসলাম এবং সাইদুর রহমান অফিস থেকে মেহেরপুর ফেরার পথে পথিমধ্যে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। এ সময় তাদের মোটরসাইকেলটি নিয়ে পায়ে হেঁটে আসার সময় পিছন থেকে একটি প্রাইভেট কার তাদেরকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই কর্মকর্তার মৃত্যু হয়।