মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৮ আগষ্ট:
বিএনপির কেন্দ্রীয় কমিটির পানি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী বলেছেন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠাবার ষড়যন্ত্র করলে তার পরিনাম ভাল হবেনা। তিনি বলেন আপনারা দুধে ধোওয়া তুলশি পাতা নয়। কেননা বিশ্বের কোন দেশে ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্ধিতায নির্বাচিত হওয়ার কোন রেকড নেই।
মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বলেন তারেক জিয়াকে ফাঁশিদেওয়া চিন্তাভাবনা করলে আপনার সন্তানের পরিনাম কী হবে সেটি একবার ভেবে দেখবেন। কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন,জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আঃ রহমান, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, আঃ রাজ্জাক ,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ