মেহেরপুর নিউজঃ
কলা চুরির প্রতিবাদ করায় কলার মালিক ইনারুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে যখন করেছে কলা চোর। আহত ইনরুলকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। থানায় মামলা দারের পর হামলাকারী মতিরুল আটক করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইনারুল মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মুনসুর শেখের ছেলে। এবং আটক মতিরুল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে ঘটনার দিন মতিরুল একই এলাকার ইনারুলের জমি থেকে কলা চুরি করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর কলাবাগানের মালিক ইনারুল কলাচুরির প্রতিবাদ করে। এ সময় ইনারুল এবং মতিউরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মতিরুল কলার মালিক ইনারুল কে ধারালো হেসো দিয়ে আমলা চালাই। এতে সে আহত হয়।
তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার পর ইনারুলের বড় ভাই শরীয়ত বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করার পর হামলাকার মতিকে পুলিশ আটক করেন।