আবদুল্লাহ আল আমিন:
১৮ এপ্রিল আমঝুপি ও মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে গণহত্যা চালানোর পর মেহেরপুর সিও অফিসে ক্যাম্প স্থাপন করে।
১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গা থেকে পাকিস্তানি সেনাবাহিনীর বিশাল বহর এসে শহরের মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সংলগ্ন মেহেরপুর সরকারি কলেজের বিশাল এলাকা দখল করে মূল ঘাঁটি স্থাপন করে। পরবর্তীতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, কালাচাঁদপুর ঘাট ও নূরপুরে ক্যাম্প স্থাপন করে।
১৯৭১ সালের মে মাসের প্রথম দিকেই মেহেরপুর সদর উপজেলায় শান্তি বাহিনী গঠনের নামে স্বাধীনতা বিরোধী ঘাতক-দালালদের সংগঠিত করা হয়। এরা অধিকাংশই ছিলেন মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা, কর্মী ও সমর্থক। সাফদার আলী বিশ্বাসকে সভাপতি ও এ্যাডভোকেট আব্দুল মতিনকে সম্পাদক করে মেহেরপুর মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়। শান্তি কমিটি গঠনের পর এ্যাড.আব্দুল মতিন হয়ে ওঠেন মেহেরপুর মহকুমার দন্ডমুন্ডের কর্তা। তার নেতৃত্বে মেহেরপুরের গ্রামে গ্রামে গড়ে ওঠে রাজাকার-আলবদর বাহিনী।
২২ এপ্রিল সদর থানার পিরোজপুর গ্রামে স্থানীয় জামায়াত ও মুসলিম লীগ নেতাকর্মীদের সহযোগিতায় পাকহানাদার বাহিনী নলীন রাজবংশীর পুত্র ভেজাল রাজবংশী, কালিপদ দত্তের পুত্র জীবন দত্ত, বিশ্বনাথ রাজবংশী, মধাব কুন্ডুকে হত্যা করে। ৫০/৬০ টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং ব্যাপক লুটতরাজ চালানো হয়।
মে মাসের ১০/ ১১ তারিখে পাকবাহিনী ও তাদের দোসররা পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফণীভূষণ সাহার রাজনগরের বাড়িতে হামলা চালায় ও লুঠতরাজ করে। এদিন রাজনগর গ্রামের দু’জন নারী সম্ভ্রম হারায়।
১৭ মে পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসররা শালিকা গ্রামে হামলা চালায় ও তিনজনকে হত্যা করে। মে মাসের শেষার্ধে রাজাকার ক্যাপ্টেন লতিফ মোল্লা, গোভীপুরের আওলাদ, বাদলসহ ১৫ সদস্যেররাজাকার বাহিনীর সহযোগিতায় পাকহানাদার বাহিনী রাজাপুর গ্রামে হামলা চালায় এবং মুক্তিযোদ্ধাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। মুক্তিযোদ্ধা বজলুর রহমানের বড়ভাই আকছেদ আলী, চাচাত ভাই হানিফসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়।
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে গাংনী থানা শান্তি কমিটির বিশেষ বৈঠকে পাকবাহিনী ও রাজাকাররা স্থানীয় বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেয়।
১৫ আগস্ট মধ্যরাতে তা কার্যকর করে। ওই দিন সাহারবাটীর এমলাক হোসেন মাস্টার ও উজির মালিথ্যা, গাংনী হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল হাশিম সরকার, চৌগাছার হাফিজ উদ্দিন মাস্টার,বামন্দীর হারেজ উদ্দিন ও আবুল কাশেমকে ধরে আনা হয় এবং ভাটপাড়া নীলকুঠির ক্যাম্পে একটানা দু দিন অত্যাচার করার পর হত্যা করে কাজলায় ভাসিয়ে দেয়।
আগস্ট মাসের শেষদিকে মেহেরপুর মহকুমার অধিকাংশ গ্রামে পাকহানাদার বাহিনীর পৈশাচিকতার শিকার নিরীহ গ্রামবাসীর লাশ বেওয়ারিশ পড়ে থাকে। হতবিহবল ও সন্ত্রস্ত গ্রামবাসী উপায়ন্তর না পেয়ে গর্ত খুঁড়ে একই গর্তে সবার লাশ পুঁতে রাখে।
পাকিস্তান সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দেশদ্রোহী ঘোষণা করে মিলিটারি ট্রাইব্যুনালে বিচারের আয়োজন করা হয়।
১৮ আগস্ট জাতীয় পরিষদ সদস্য ছহিউদ্দিন এবং ৩ সেপ্টেম্বর প্রাদেশিক পরিষদ সদস্য নুরুল হককে সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করা হয়।