তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস আতঙ্কে চমকে গেছে পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশও। প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত, গণপরিবহন সবই বন্ধ। ফলে কর্মহীন হয়ে দুর্বিপাকে পড়েছেন অসহায়, দিনমজুর, রিকশাচালক ও অসচ্ছল মানুষ।
মেহেরপুরের গাংনীতে এ সকল কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন সোমা ইসলাম। সোমা ইসলাম গাংনীর প্রথম পৌর মেয়র মরহুম আমিরুল ইসলামের মেয়ে। তিনি তার বাড়ির আশেপাশের ১ শ টিরও অধিক পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেন। তিনি সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদেরকে অসহায় কর্মহীন ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।