তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ রেজিমেন্টের সদস্যরা অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। আজ
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় ৫৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ সদস্য বিশিষ্ট ৪০ রেজিমেন্টের ওই টিমের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট সুদীপ্ত।