তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে অসহায় মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ৪ শ’ জন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়।
পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ৪ শ’জন অসহায় মানুষের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অসহায় মানব কল্যাণ সংস্থার সভাপতি হাজী মোহাম্মদ মহসীন আলী।
এ সময় সংস্থাটির প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ আজফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজ সেবক বশির আহমেদ ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মিজানুর রহমান, কমিটির কোষাধ্যক্ষ ও ওয়ালটন শোরুম স্বত্বাধিকারী সাজু, বাছাই কমিটির প্রধান ও সনি র্যাংগস এর স্বত্বাধিকারী মশিউর রহমান, খোরশেদ আলম, নাজমুল হাসান বাবুল, উপদেষ্টা ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ উপকারভোগী অসহায় মানুষ উপস্থিত ছিলেন