গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা মাঠ এলাকা থেকে ১টি ওয়ান শাটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা ।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে চােখতােলা মাঠ এলাকা থেকে শাটারগানটি উদ্ধার করে গাংনীস্থ সেনা ও র্যাব সদস্যরা। র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প সূত্র জানায়,রাতে সেনা ও র্যাব সদস্যরা চােখতােলা মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শাটারগান উদ্ধার করা হয়।