গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামের ইলিয়াস হােসেনকে হত্যাকারি সবুজ আহমেদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাঁড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাঁড়াবাড়ীয়া গ্রামের ইলিয়াস হােসেন ছিলেন একজন নিরীহ মানুষ। তাকে নির্মম ভাবে হত্যা করেছে ষােলটাকা গ্রামের মঈনাল হােসেনের ছেলে সবুজ আহমেদ। হত্যাকারি সবুজের ফাঁসি দিতে হবে।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার ভোররাতে অভিযুক্ত সবুজ আহমেদ তার স্ত্রী সালমা খাতুনকে হত্যা করার উদ্দেশ্যে কােমরে ছুরি নিয়ে শ্বশুর বাড়ি গাঁড়াবাড়ীয়া গ্রামে আসছিলেন। এক পর্যায়ে শ্বশুরের ঘরে প্রবেশ করে স্ত্রী সালমাকে হত্যা করার চেষ্টা করে। সালমার বড় ভাই ও চাচা ইলিয়াস এগিয়ে এসে প্রতিহত করার চেষ্টা করেন। এসময় সবুজ ইলিয়াসকে ছুরি হত্যা করে। এবং সালমার বড় ভাইকে জখম করে। পরে গ্রামবাসী সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।