গাংনী প্রতিনিধি :
শেখ হাসিনা সরকারের সমস্ত উন্নয়নের চিত্র তুলে ধরে মাত্র ১৫ মিনিটের ভিডিও-সহ গানের মাধ্যমে উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও গ্রাম শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবাগত রাত ৮টার দিকে প্রচারণা ও শান্তি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব, সাধারণ সম্পাদক,সাবেক ছাত্র নেতা মশিউর রহমান পলাশ,গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র শামসুদ্দীন শেখ,পৌরসভার কাউন্সিলর ও কৃষক লীগ নেতা আছেল উদ্দীন।
এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার নারী কাউন্সিলর ফিরােজা বেগম,সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,গাংনী পৌরসভার
সাবেক কাউন্সিল মিজানুর রহমান মদন,আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ ও নিজাম উদ্দীন প্রমুখ।