তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ওএমএস ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার কিছু পরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। তিনি তার বক্তব্যে বলেন,
করোনা ভাইরাস আতঙ্কে চমকে গেছে পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশও। প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত, গণপরিবহন সবই বন্ধ। ফলে কর্মহীন হয়ে দুর্বিপাকে পড়েছেন অসহায়, দিনমজুর, রিকশাচালক ও অসচ্ছল মানুষ। সরকার ওই সকল কর্মহীন মানুষের কথা বিবেচনায় রেখে মেহেরপুরের গাংনীতে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রমের ওহ তাই কেবলমাত্র পৌরসভার কর্মহীন ও অসচ্ছল মানুষ সপ্তাহে তিন দিন করে অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এখান থেকে চাল পাবেন। তবে একজন ব্যক্তি সপ্তাহে একবার সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, ওসিএলএসডি মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদু, সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।