গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে বৃদ্ধ ও শিশুসহ ৪জন জখম হয়েছে। জখমকৃতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়।
শুক্রবার দুপুরে গাংনী পৌর এলাকার শিশিরপাড়া ও চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-পৌরসভার চৌগাছা গ্রামের পচা মন্ডল (৭৫),মুজাহিদ ইসলাম (২), রাইহান হােসেন (৬) ও শিশিরপাড়া গ্রামের সামিউল (৪)।
জখমকৃত পচা মণ্ডল জানান, তার নাতি মুজাহিদসহ কয়েকজন শিশু খেলা করছিল। এসময় কুকুরের দল তাদের উপর আক্রমন করে এবং কয়েকটা কুকুরে নাতি মুজাহিদকে কামড় দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। এসময় তাকে রক্ষা করতে গেলে,আমাকেও কুকুরের দল আক্রমন করে। এদিকে,একই সময়ে শিশিরপাড়ার শিশু সামিউল বাড়ির পাশে খেলা করছিল।
এসময় একটি কুকুর তাকে কামড় দেয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবীর হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় সবাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাবার পরামর্শ দেয়া হয়েছে।