গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আজিম উদ্দীন (৫০) নামের এক গরু ব্যবসায়ী অসুস্থ্য হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আজিম গাংনী উপজেলার গাঁড়াডোব মাঠপাড়ার সামসুদ্দীনের ছেলে।
শুক্রবার দুপুরের দিকে গাঁড়াডােব বাজার থেকে বাসযােগে বামন্দী -নিশিপুর পশু হাটে যাওয়ার সময় আজিমকে অজ্ঞান করে দেড়লাখ টাকা হাতিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে বামন্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আজিম উদ্দীনের ছেলে রিপন জানান, তার বাবা বামন্দী পশু হাটে গরু কেনার জন্য দেড় লাখ টাকা নিয়ে গাঁড়াডােব বাজার থেকে বাস যোগে রওনা দেন। দুপুর আড়াইটার দিকে বামন্দী থেকে কয়েকজন বাড়িতে ফোন করে বাবা আজিম উদ্দীনের অজ্ঞান হওয়ার খবর দেয়।