গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ছিনতাই মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের ব্রিজপাড়ার কাবরান আলীর ছেলে বেল্টু আলী (৩৩) ও একই গ্রামের মাঠপাড়ার ইসমাইল হোসেনের ছেলে বুদু আলী ওরফে খােকন (৪৩)।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব পুলিশের একটিদল গাংনী পৌর শহরের কাথুলী মােড় থেকে তাদের গ্রেফতার করে। গাংনী থানা সূত্র জানায়,গত দেড় মাস আগে গাংনীর গাঁড়াডােব-সাহারবাটী সড়কে রাতের আঁধারে কুঠি ভাটপাড়া গ্রামের সবুজ হােসেন ওরফে সাদ্দাম হােসেনের ১টি মােটরসাইকেল ছিনতাই হয়।
ছিনতাইকারীদের হাতে সাদ্দামসহ তার বন্ধু আহত হন। ওই ছিনতাই মামলার আসামী গ্রেফতারকৃত এ দুইজন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।