গাংনী প্রতিনিধি :
মেহেপুরের গাংনীতে চাচির জানাজা সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আইউব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আইউব গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত এলাহী বকসের ছেলে।
সোমবার দুপুরে গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামে আইউব আলীর চাচি মারা যায়।
সােমবার সকালে আইউব তার চাচির জানাজা শেষে ছেলে তৌহিদুল ইসলামের মোটরসাইকেলেযোগে কালিগাংনী থেকে বাড়ি ফিরছিলেন। গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গাংনী কেন্দ্রীয় ঈদগাহপাড়ায় পৌঁছালে, একটি মাটি বহনকারি ট্রলির সাথে ধাক্কা লেগে গুরুতর ভাবে আহত হন আইউব। একই সাথে ছেলে তৌহিদুল সামান্য আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয় লােকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক আইউবকে মৃত ঘােষণা করেন।
তৌহিদুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।