গাংনী প্রতিনিধি :
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে-মেহেরপুরের গাংনীতে জামায়াতে ইসলামীর উদ্যােগে গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেলে গাংনী বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম ও মেহেরপুর জেলা জামায়াতের সূরা সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাে : নাজমুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।