মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর নামক স্থান থেকে ৩ রাউন্ড পিস্তলের গুলি ও জাল টাকা সহ হেলালউর্দ্দীন নামের এক চোরাচালানীকে আটক করেছে পিরতলা ক্যাম্প পুলিশ। আটক হেলালউর্দ্দীন পাবনা সদর উপজেলার কামারবাড়ি এলাকার নবাব আলীর ছেলে।
গাংনী থানার পিরতলা পুলিশ ক্যাম্পের এএসআই ওলিয়ার রহমান জানান,আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদে সাহেবনগর মোড় নামক স্থান থেকে তাকে আটক করেন। এসময় তার কাছে একটি এক হাজার টাকা ও ৪টি পাঁচশ টাকার জাল নোট ও ৩ রাউন্ড সেভেন এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
ওলিয়ার রহমান আরো জানান,হেলাল উদ্দীন একজন সন্ত্রাসী ও চোরাচালানী বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
