তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে জেলা ছাত্রদল সাহারবাটি ইউনিয়নে ও উপজেলা বিএনপি কাথুলী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পৃষ্ঠপোষকতায় হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬ টার সময় বাংলাদেশ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাহারবাটি ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে থাকা ২ শ ২০টি কর্মহীন ও অসহায় পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। পরে সকাল সোয়া ৭ টায় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র উদ্যোগে ২ শ’টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি ও তেতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,বিএনপি নেতা আক্তারুজ্জামান,জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক আক্তারুজ্জামান,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক,সাধারণ সম্পাদক কাউছার আলী,গ্ংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম,বিএনপি নেতা জাফর আকবর,হাসানুজ্জামান,সাহেব আলী সেন্টু, সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান লাভলু, কামরুল ইসলাম,বিএনপি নেতা সাহিদুল ইসলাম,জামাল আহমেদ,সালাউদ্দন, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন,গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস,যুগ্ম আহবায়ক নাসিম মোল্লা,জেলা ছাত্রদলের সহ-সভাপতি যথাক্রমে-আকিব জাভেদ সেনজিরা,আফিরুল ইসলাম,সাজেদুর রহমান বিপ্লব,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,সহ-দপ্তর সম্পাদক বাপ্পি হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব খন্দকার,ছাত্রদল নেতা সাকিল আহমেদ,রেহান,শিশির,সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।