তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জেলা ছাত্রলীগের উদ্যোগে কাথুলী ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৭ টার দিকে কাথুলী ইউনিয়নের নওপাড়া গ্রামে অসহায় গরীবদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পরে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে গত শুক্রবার সকাল সোয়া ১০ টার সময় এমপি খোকন’র বাস ভবনের সামনে এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা কর্মকাণ্ডের উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা। প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বিশাল জনগোষ্ঠী কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। ওই সকল অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় দেশের ক্রান্তিলগ্নে মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্যরা গাংনী উপজেলার কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দুঃসাহসিকতা দেখিয়েছে আমি তাতেই মুগ্ধ।
এই উপজেলার মানুষ তাদেরকে স্মরণে রাখবে। শুধু তাই নয় কৃষকের মাঠে পড়ে থাকা ফসল তারা নিজেরা কেটে কৃষকের ঘরে তুলে দেয়ারো দায়িত্ব পালন করে চলেছে। এর জন্য উপজেলার মানুষ তাদেরকে স্মরণে রাখবে ইনশাআল্লাহ। গাংনী পৌরসভায় ২৫০ টি পরিবারসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন গ্রামের পূর্ব তালিকা অনুযায়ী সর্বমোট ১ হাজার পরিবারের বাড়িতে বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেওয়ার যে কার্যক্রম সে কার্যক্রমের আওতায় আজ জেলা ছাত্রলীগের সদস্যরা কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৯০ টি পরিবারের মাঝে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন। এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সহ-সভাপতি ফয়সাল জাহান শিশির, যুগ্মসাধারণ সম্পাদক ডালিম রানা, যুগ্মসাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন, সাংগঠনিক সম্পাদক রায়হান উজ্জামান নিরব, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, উপ দপ্তর সম্পাদক শাহিন রেজা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, ছাত্রলীগ নেতা জোবায়েদ হোসেন জামিল, রাকিবুল ইসলাম, ফাহিম, সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।