গাংনী প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা যেনাে নির্বিঘ্নে পালন করা যায়। সে লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সােমবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।