গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে হুজাইফা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হুজাইফা জেলার গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের তুহিন আলীর মেয়ে।
শুক্রবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শিশু হুজাইফার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, হুসাইফা সকালের দিকে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল।
দুপুর গড়ে আসলেও সে বাড়ি না ফিরলে,পরিবারের লােকজন অনেক খােঁজাখুজি করে। খােঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের লােকজন ধারণা করছে।