গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আয়েশা হাড়াভাঙ্গা গ্রামের হালসানা পাড়ার রহিদুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ,আয়েশা বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। অসাবধানবশত সে পুকুরের পানিতে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পরে পরিবারের লােকজন ও প্রতিবেশীরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। এসময় সে মৃত্যুর কােলে ঢলে পড়ে।