মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর:
মেহেরপুর পারিবারিক আদালতের বিচারকের সামনেই বিবাদী পক্ষের লোকজনের হামলায় বাদী পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বাদী সাবিনা আক্তারের মামা সাজ্জাদুল ইসলাম (৪৫) নামের একজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বিল্লাল হোসেন, মাসুদ রানা ও নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। রোববার বেলা ১২ টার দিকে গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মজনু একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মন্টু মিয়ার মেয়ে সাবিনা আক্তারের সাথে ৫ বছরের আগে বিয়ে হয়। বিয়ের সময় মজনুকে ৬০ হাজার টাকা যৌতুক দিয়েছিল। বিয়ের পর থেকে আবারো যৌতুকের দাবীতে স্ত্রী সাবিনা আক্তারের উপর নানাভাবে নির্যাতন করে আসছেন। এক পর্যায়ে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি পরিচালিত পারিবারিক আদালতে মামলা করেছেন নির্যাতিতা সাবিনা আক্তার।
রবিবার সকাল ১০ টার সময় বিচারক আহসানুল্লাহ’র পারিবারিক আদালতের উভয় পক্ষের শুনানী চলছিল। এসময় স্বামী মজনুর মা ফৈরদৌসী খাতুন ও খালা নাজমীন আক্তার বাদী সাবিনা আক্তারের উপর হামলা করে। এসময় সাবিনা আক্তারের মামা সাজ্জাদুল, বিল্লাল হোসেন মাসুদ রানা ও নজরুল ইসলাম ঠেকাতে গেলে তাদের উপর মজনুসহ তার পিতা আবুল কাশেম, চাচা মুজাম আলী আবু হোসেনসহ ভাড়াটে লোকজন হামলা করে জখম করে। পরে বাঁশবাড়িয়া গ্রামবাসি এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।
এ ব্যাপারে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পারিবারিক আদালতের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম কাজল জানান, আদালতের সামনেই স্বামীর লোকজন বাদী সাবিনা আক্তারের লোকজনের উপর হামলা করে।
উল্লেখ্য, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পারিবারিক আদালত চলাকালিন সময়ে প্রায়ই বাদী বিবাদী’র লোকজন সংঘর্ষ ও বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। পারিবারিক আদালতের কোন নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।