মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২৯ পিচ ইয়াবাসহ তুষার ও মিলন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এবং অলিনগর গ্রামে অভিযান চালানো হয়। আটক তুষার তেরাইল ভিটাপাড়া গ্রামের রনি আহমেদের ছেলে। এবং মিলন তেরাইল কলেজ পাড়ার কাবিল উদ্দিনের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে গাংগী থানা পুলিশের একটি দল গাংনী উপজেলার তেরাইল ডিগ্রী কলেজ সংলগ্ন বামুন্দি গাংনী সড়কের পাশে তুষারের ফার্নিচারের দোকানে অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে আলিনগর গ্রাম থেকে মিলন আটক করার পর তার নিকট থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় ২টি মামকা দায়ের করা হয়েছে।