গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী (বাঁশবাড়ীয়া) প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ঈদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা এসব বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল ও শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম ওহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাটপাড়া-নওয়াপাড়া (বিএন) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গাংনী প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য মােস্তাক আহমেদ।