তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্য সহায়তা হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন ও নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দেশে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য নিজ নিজ বাড়িতে অবস্থান ছাড়া কোন উপায় নাই।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সরকারি সকল নিয়ম কানুন মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যারা কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছেন তাদেরকে কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়া হবে। এলাকার অসহায় মানুষকে সংশ্লিষ্ট ইউপি মেম্বার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস আলম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুর রকিব, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।