মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর:
মেহেরপুরের গাংনীতে অচেতনাশক ওষধ খাইয়ে কুয়েত ফেরত রাশেদুজ্জামানের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে প্রতারকরা। রাশেদুজ্জামান গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের রেজাউল হকের ছেলে। রাশেদুজ্জামান বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে শ্যামলী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
প্রবাস ফেরৎ রাশেদুজ্জামান জানান, সকালের দিকে প্লেন থেকে বিমানবন্দরে নেমেছি। পরে শ্যামলী পরিবহনের বাসে চড়ে গাংনী ফেরার সময় পার্শ্বের সিটের যাত্রী আমাকে পেপসি ও সাদা পানি পান করাই। কোন এক সময় আমি জ্ঞাণ হারিয়ে ফেললে প্রতারক চক্রটি ২ টি মোবাইল ফোন, নগদ টাকা, ডলারসহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। পরে বাসের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খোকন রেজা জানান, রাশেদুজ্জামানকে অচেতনাশক ওষধ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে রাশেদুজ্জামানের জ্ঞান ফিরে এসেছে। তবে এখনও কয়েকদিন তাকে চিকিৎসা নিতে হবে।