সাহাজুল সাজু :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শােক র্যালী ও আলােচনা সভা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমালা অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
এসময় সেখানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও গাংনী থানার পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, জেপির পক্ষ থেকে মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, উপজেলা যুবলীগের পক্ষ থেকে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।
এছাড়াও গাংনী সরকারী ডিগ্রী কলেজ, গাংনী মহিলা ডিগ্রী কলেজ, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সন্ধ্যানী স্কুল এন্ড কলেজ, গাংনী প্রি-ক্যাডেট হাই স্কুল, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সূর্যােদয় স্কুল এন্ড কলেজ, লাইসিয়াম স্কুল, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাংনী মহিলা কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে।
এর আগে সকাল ৭টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মুক্তিযােদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অন্যদিকে,গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এবং একই স্থানে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে গাংনী উপজেলা শহরে একটি শােক র্যালী বের করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
আয়ােজনে প্রধান অতিথি হিসাবে পতাকা উত্তােলন, পুস্পমাল্য অর্পন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে কাঙ্গালী ভােজের আয়ােজন করা হয়।
অন্যদিকে, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুর উদ্যােগে তার গাংনী উপজেলা শহরের উত্তরপাড়াস্থ রাজনৈতিক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তােলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু। এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
পরে কাঙ্গালী ভােজের আয়ােজন করা হয়।
এদিকে,বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠনগুলাে নানা কর্মসূচি গ্রহণ করে।