সাহাজুল সাজু :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গাংনী পৌর ফুটবল একাদশ সাহারবাটী ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবং জেলা পর্যায়ে খেলার শিরোপা লাভ করে। খেলায় ম্যান অব দ্য টুর্ণামেন্ট হিসাবে গাংনী পৌর ফুটবল একাদশের অধিনায়ক মিকাইল হোসেন, সর্বোচ্চ গোলদাতা হিসাবে সাহারবাটি ফুটবল একাদশের লিমন ,ম্যান অব দ্য ম্যাচ হিসাবে গাংনী পৌর ফুটবল দলের হুসাইন ও সেরা গোলদাতা হিসাবে গাংনী পৌর ফুটবল একাদশের সাজ্জাদকে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
সবশেষে বিজয়ী ও বিজীত দলের ম্যানেজার, কোচ,দলনায়কের হাতে ম্যাডেল ও গোল্ডকাপ তুলে দেয়া হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান,সাজেদুর রহমান সজল,ইয়াছির আরাফাত বিপ্লব। অফিসিয়াল রেফারীর দায়িত্ব পালন ও খেলার রেকর্ড সংরক্ষণ করেন সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম।
খেলাটির ধারা বিবরণে ছিলেন যথাক্রমে-এস আই মিল্টন,পারভেজ সাজ্জাদ রাজা,ও মনোয়ার হোসেন। আয়োজনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, ক্রীড়াবিদ আতর আলী,গাংনী পৌরসভার প্যানেল মেয়র ঝরনা বেগম,কাউন্সিলর মকছেদ আলীসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ।