গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় এর আয়োজন করে শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা। এতে সভাপতিত্ব করেন বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী অফিসার মহিবুল আলম ওহিদ,গাংনী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা : নাজমুন্নাহার,বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আ,ন,ম বজলুর রশীদ প্রমুখ।