গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী- ধানখোলা সড়কে ইটভাটায় মাটি বহনকারী গাড়ি থেকে মাটি ফেলায় চলাচল বিঘ্ন ঘটানাের অপরাধে এক ট্রলি (মালামাল বহনকারী গাড়ি) চালকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,ইটভাটার জন্য মাটি কেটে (ট্রলি) গাড়ীযােগে গাংনী- ধানখোলা সড়ক দিয়ে ইটভাটায় নেয়া হচ্ছিল। ফলে গাড়ি থেকে মাটি সড়কে পড়ে জনদুর্ভােগ সৃষ্টি হচ্ছিল। একাধিক মানুষের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসানাে হয়। ভ্রাম্যমাণ আদালতে ট্রলি চালক তার দােষ স্বীকার করে। এসময় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।