মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনাের হােসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.সৈয়দ এনামুল কবির।
এসময় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুত বিহারী নাথ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।