গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বারােখাদা ত্রিমোহনী এলাকার খাইরুল ইসলামের ছেলে জাহিদ (২০) ও একই এলাকার মিরাজুল ইসলাম ওরফে মিরাজের ছেলে তুহিন হােসেন (৩৬)।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গাংনীর ভবানীপুর ক্যাম্প পুলিশের একটিদল আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাজীপুর গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ জাহিদ ও তুহিন নামের দুইজনকে আটক করে। আটককৃতদের নামে মামলা হয়েছে।