গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্য রাখার দায়ে শাহরিয়ার শাফিন (২০) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত শাহরিয়ার শাফিন জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামের মাসুদ রানার ছেলে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন এ জেল জরিমানার আদেশ দেন। এর আগে সকালের দিকে কাথুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে একটিদল অভিযান চালিয়ে তাকে এক পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ১০ দিনের কারাদন্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহরিয়ার সাফিন নামের এক যুবককে সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য রাখার দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।