গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে দু’বন্ধু মােটরসাইকেল রেস (পাল্লাপাল্লি) খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন । এসময় রাস্তার পাশে থাকা গাছের সাথে মােটরসাইকেলের ধাক্কা লেগে জয় হােসেন (১৮) নামের এক যুবকের হাতের হাড় ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গাছের ভিতরে ঢুকে পড়ে। ফলে জয় হােসেন গুরুতরভাবে আহত হন। সেই সাথে তার বন্ধু শুভ মিয়াও আহত হয়েছেন। পথচারীরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়েছেন। তবে জয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান তাকে ঢাকায় নেয়া হচ্ছে। আহত জয় কাজীপুর গ্রামের হাজীপাড়ার স্বপন মিয়ার ছেলে। এবং আহত তার বন্ধু শুভ হােসেন (১৮) কাজীপুর মধ্যপাড়ার বাসিন্দা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজীপুর-বামন্দী সড়কের সাহেবনগর গ্রামের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,জয় ও তার বন্ধু শুভ নিজ নিজ মােটরসাইকেল নিয়ে রেস (পাল্লাপাল্লি) দিচ্ছিলেন। এসময় দুটির মােটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে জয়ের ধাক্কা লাগে। এবং শুভ সড়কে ছিটকে পড়েন। জয়ের একটি হাতের হাড় ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গাছের মধ্যে ঢুকে পড়ে। ফলে দু’বন্ধুই আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।