মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারী:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার আওতাধীন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ নং এলাকার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।এখন ফলাফলের জন্য অপেক্ষা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গননার কাজ শুরু হয়েছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০,৮৩৯ জন। আজ সকাল ১০টা থেকে গাংনী বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে আঞ্চলিক পরিচালক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন সাহারবাটি গ্রামের তোহিদুল ইসলাম কাকন, গাংনী পৌর শহরের নুরুল ইসলাম রিনটু, গাংনী উত্তরপাড়ার গোলাম মোস্তফা ও মকলেছুর রহমান। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক কমলা রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।