মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের উদ্যোগে আয়োজিত যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর খেলায় জয় পেয়েছে সানরাইজ ফুটবল একাদশ।
সোমবার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সানরাইজ ফুটবল একাদশ ১-০ গোলে কাঁঠালপোতা ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন দলের খেলোয়াড় শিমুল।
চমৎকার পারফরম্যান্সের জন্য সানরাইজ দলের খেলোয়াড় হৃদয়কে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়। খেলা শেষে জাহিদ ও রফন তার হাতে পুরস্কার তুলে দেন।
উপস্থিত দর্শকদের মাঝে খেলার প্রতি ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।