গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়ােজনে বক্তব্য রাখেন রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক তরিকুল ইসলাম, উপ-পরিচালক ইকরামুল হক। উদ্বােধনী আয়ােজনে দােয়া মাহফিল পরিচালনা করেন গাংনী মডেল মসজিদের পেশ ঈমাম ইলিয়াস হােসেন। রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালটি দীর্ঘ বছর যাবত গাংনী হাসপাতাল বাজারে পরিচালিত হয়ে আসছিল। এ হাসপাতালটির কার্যক্রম আরাে বৃদ্ধির করার লক্ষে এবং উন্নত স্বাস্থ্যসেবা দেবার জন্য ১০ শর্যা বিশিষ্ট বেড (কেবিন) ধারণ ক্ষমতা সম্পন্ন এ প্রতিষ্ঠানটি গাংনী পশু হাসপাতাল এলাকায় স্থান্তরিত করা হয়েছে।