তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেচ এর ব্যক্তিগত অর্থায়নে ২২০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
তিনি এলাকার জনগণকে উদ্দেশ্য করে বলেন সরকারি নিয়ম মেনে আপনারা ঘরে থাকুন। সরকার আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিবে। যার প্রমাণ আপনারা ইতোমধ্যেই পেয়েছেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হযরত আলী, যুবলীগের ওয়ার্ড সেক্রেটারি আব্বাস আলী, কুষ্টিয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মহাবুল হক, হেমায়েতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।