গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে হিরােক মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হিরােক গাংনী উপজেলার শহরের পশুহাসপাতাল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব-১২ মেহেরপুরের (গাংনীস্থ) ক্যাম্পের একটিদল গাংনী কেন্দ্রীয় ঈদগাহপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
গাংনী র্যাব সূত্র জানায়,মেহেরপুর সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হিরােককে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত। সে থেকে হিরােক আত্মগোপনে ছিল। আদালতের গ্রেফতারি পরোয়ানা আদেশ পাওয়ার পর অভিযান চালিয়ে হিরােককে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
অভিযানের নেতৃত্বে প্রদান করেন র্যাব-১২ (গাংনী) ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃত হিরােককে মেহেরপুর সদর থানার মাধ্যমে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে