গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে শ্যালাে ইঞ্জিনচালিত লাটাহাম্বা গাড়ির ধাক্কায় তন্ময় হােসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত তন্ময় জেলার গাংনী উপজেলার আকুবপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনীর আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটায় একটি লাটাহাম্বা গাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা অপর একটি লাটাহাম্বা গাড়িকে ধাক্কা দেয়। এসময় গাড়িতে বসে থাকা কিশাের তন্ময় গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেমধ্যে তার মৃত্যু হয়।