তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে শ্রীমতি গঙ্গা রানী পাত্র এর ব্যক্তিগত অর্থায়নে ৪ শ কর্মহীন ও অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
শ্রীমতি গঙ্গা রানী গাংনী বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী স্বর্গীয় মঙ্গল চন্দ্র পাত্র এর সহধর্মীনি। সহায়তা প্রদানে সার্বিক তত্ত্বাবধানে করেন স্বর্গীয় মঙ্গল চন্দ্র পাত্র ও শ্রীমতি গঙ্গা রানী পুত্র সুশান্ত পাত্র।
শুক্রবার সকাল ৯ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে এ খাদ্য সহায়তা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সর্তকতা বিষয়ে বলেন, সর্তকতা অবলম্বন করে আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করুন। তিনি এলাকার সকলের উদ্দেশ্যে মিনতি করে জানান, এলাকায় করোনা প্রাদুর্ভাব দেখা দিলে কেউ কারো উপকারে আসবেনা।
শুধু দূর থেকে দেখা ছাড়া মৃত ব্যক্তির মাটি পর্যন্ত দিতে পারবেন না। তাই এখনো সময় আছে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে অবস্থান করে সরকারি নিয়ম মেনে চলুন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর কাউন্সিলর বদরুল আলম বুদু, নবীর উদ্দিন, মিজানুর রহমান, এস আই স্বপনসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন দাস, সহ-সভাপতি সুশান্ত হালদার, সাংগঠনিক সম্পাদক গণেশ দাসসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।