গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী-ধানখােলা সড়কে ককটেল ফাঁটিয়ে ডাকাতির ঘটনায় ৫জন গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাংনী মাঠপাড়ার কালাম আলীর ছেলে কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮),একই পাড়ার মাসুদ আলীর ছেলে শাকিব (২৫),মােকাদ্দেস আলী ওরফে মােকার ছেলে মুরসালিন (৩৩),মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আজাদ আলীর ছেলে মিকাইল হােসেন (১৯),একই গ্রামের ওসমান আলী মীরের ছেলে জাহিদ হােসেন (২১)।
মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানাপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে গাংনী-ধানখােলা সড়কে পথচারীদের গতিরােধ করে নগদ টাকা ও মালামাল লুট করে নেয় ডাকাতদল। যাবার সময় ৩টি ককটেল ফাঁটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে বিষ্ফােরণে কেউ হতাহত হয়নি। এ ঘটনার রাতেই গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫জনকে গ্রেপ্তার করে।