মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ ডিসেম্বর:
পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার বেলা সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা শহরের পোষ্ট অফিস এলাকা ও একই উপজেলার মিনাপাড়া গ্রামে বেলা ৪ টার সময় এ অভিযান দুটি চালান গাংনী থানার উপ-পরিদর্শক শুসান্ত কুমার ঘোষ ও কুমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহাবুদ্দীন আহম্মেদ।
আটকরা হলেন, গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের সফর উদ্দীনের ছেলে ইয়ামিন আলী (৪৩) ও মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের রবগুল মালিথার ছেলে আমিরুল ইসলাম (৪৮)।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী ইয়ামিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও আমিরুল ইসলামের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।