গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ২কেজি গাঁজাসহ ইন্তাজ আলী (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত ইন্তাজ গাংনী উপজেলার লক্ষীণারায়নপুর ধলা গ্রামের আকছেদ আলীর ছেলে।
সোমবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ইন্তাজ আলী সীমান্ত এলাকা থেকে ২ কেজি গাঁজা নিয়ে পাঁচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি। গাঁজা রাখার অপরাধে ইন্তাজকে আটক করা হয়। ইন্তাজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।