মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল:
মেহেরপুরের গাংনীতে ৩ মাদক সেবীর ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন,কাজিপুর বর্ডার পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে সোহেল রানা,খাসমহল গ্রামের আব্দুর জব্বারের ছেলে জালাল উদ্দীন ও গাংনী মহিলা কলেজ পাড়া এলাকার ফজলুল হকের ছেলে রিমন।
শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন পৃথক তিন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ কারাদন্ড প্রদান করেন।
এর আগে শুক্রবার রাতে পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই মিজান ১শ গ্রাম গাঁজা সহ সোহেল রানা কে পীরতলা,ধলা পুলিশ ক্যম্পের ইনার্জ এসআই ইয়ামিন আলী ১০ গ্রাম গাঁজা সহ জালাল উদ্দীন কে খাসমহল ও গাংনী থানার এএসআই আরিফ মহিলা কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা সহ রিমন হোসেনকে গ্রেফতার করে।