মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল:
মেহেরপুরের গাংনীতে ৩ মাদক সেবীর ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বামুন্দী ও রংমহল গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান।
কারাদন্ড প্রাপ্তরা হলেন,রং মহল গ্রামের ফকির মন্ডলের ছেলে জিল্লুর রহমান,বালিয়াঘাট গ্রামের ফজলু মিয়ার ছেলে উজ্জল ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল হক। এর আগে গাংনী থানার এসআই মনিরুজ্জামান ও এসআই শুশান্ত বামুন্দী ও রংমহল গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ বুধবার রাতে গ্রেফতার করে।